1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

৫ বছর পর যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, বড় জমায়েতের প্রস্তুতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

 

সংবাদ ডেস্ক: ৫০ বছর আগে ১৯৭২ সালে যশোর স্টেডিয়ামে ভাষণ দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিনের সেই ঐতিহাসিক জনসভায় মানুষের ঢল নেমেছিল। সেই একই মাঠে আগামী ২৪ নভেম্বর জনসভায় ভাষণ দেবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জনসভায় আট লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে মাঠে রয়েছে যশোর জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো। জনসভা ঘিরে চাঙা হয়ে উঠেছে তৃণমূল আওয়ামী লীগ। এরইমধ্যে জেলার আট উপজেলা, আটটি পৌরসভা ও ৯৩টি ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনসভা সফল করার জন্য গণসংযোগ করছেন। এই জনসভা সফল করতে ৯টি উপ-কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর যশোর স্টেডিয়ামের জনসভায় ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু। সেই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল। একই স্টেডিয়ামে ৫০ বছর পর আগামী ২৪ নভেম্বর জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দিয়েছিলেন তিনি। এদিকে, প্রধানমন্ত্রীর জনসভার খবরে যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনসভা সফল করার লক্ষ্যে ব্যাপক তোড়জোড় শুরু করেছে জেলা আওয়ামী লীগ। জনসভায় আট লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিতে কাজ করছে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনগুলোর প্রত্যেকটি ইউনিট। এরইমধ্যে যশোর স্টেডিয়ামকে নতুনরূপে সাজসজ্জার কাজ শুরু হয়েছে। স্টেডিয়ামের উত্তরপাশের জীর্ণ গ্যালারি ভেঙে ফেলা হয়েছে। এতে স্টেডিয়াম ও ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠ এক হয়ে গেছে। বিশাল মাঠে ব্যাপক জনসমাগম ঘটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। জনসভা সফল করার লক্ষ্যে প্রত্যেক ইউনিটের নেতাকর্মীরা তৃণমূলে জনসংযোগ করছেন। বর্তমান সরকারের উন্নয়ন ও সফলতার বার্তা পৌঁছে দিচ্ছেন। একই সঙ্গে জনসভায় হাজির হওয়ার আহ্বান জানাচ্ছেন। এ বিষয়ে যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু জানান, প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে সর্বস্তরের নেতাকর্মীরা দারুণ উজ্জীবিত। জনসভা সফল করতে নেতাকর্মীরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম বলেন, নেতাদের মধ্যে গ্রুপিং, দ্বন্দ্ব থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগের সাধারণ কর্মীরা ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। আগের দিনই নেতাকর্মীরা শুকনা খাবার সঙ্গে নিয়ে জনসভাস্থলে হাজির হবেন। তারা নেত্রীকে খুব কাছ থেকে দেখতে চান। জনসভায় সাধারণ মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখতে পারবেন। আমরা প্রত্যেকটি পাড়া-মহল্লায় গণসংযোগ করছি। জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেন, এই জনসভায় স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম হবে। জনসভা সফল ও সার্থক করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ। এ প্রসঙ্গে যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মজিদ বলেন, নৌকার আদলে মঞ্চ তৈরি করা হচ্ছে। এই মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেবেন শেখ হাসিনা। তার এই ঐতিহাসিক জনসভায় আট লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত জেলা আওয়ামী লীগ কাজ করছে। আশা করি, জনসভা জনসমুদ্রে পরিণত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :