ধামরাই প্রতিনিধি : ধামরাই সূতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ রমিজুর রহমান চৌধুরী রোমা ৮৭৯৩ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী রেজাউল করিম রাজা পেয়েছেন ৬৯৩৪ ভোট। এই ইউপি নির্বাচন ১৫ জুন বুধবার সম্পন্ন হয়েছে। মামলা জটিলতার কারণে অন্য ১৫ টি ইউপির নির্বাচন ২০২১ সালের ১১ নভেম্বর একযোগে অনুষ্ঠিত হলেও প্রায় এক বছর পর বুধবার সূতিপাড়া ইউনিয়নের ভোট গ্রহণ করা হয়। এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট ১৩টি কেন্দ্রে ৫২টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ২৪ হাজার ৬৯৩ জন। এতে পুরুষ ভোটার ১২ হাজার ৩৫৮ ও নারী ভোটার ১২ হাজার ৩৩৫ জন। সব কেন্দ্রে ইলেকট্রনিক মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতি কেন্দ্রে নিরাপত্তায় ছিল বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার। দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তৎপর। এ ব্যাপারে ধামরাই উপজেলা রিটার্নিং অফিসার আয়েশা আক্তার বলেন, ১৬টি ইউনিয়নের মধ্যে সূতিপাড়া ইউপি নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply