1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে সাভারে বিক্ষোভ

  • আপডেট সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

সংবাদ রিপোর্ট : সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন অবমাননা ও পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা জেলা উত্তর সম্মিলিত ওলামা মশায়েখ পরিষদের ব্যানারে হাজারো সাধারণ মুসল্লী এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন। বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজের পর মুসল্লীরা দলে দলে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে সাভারের বিভিন্ন মসজিদের ইমামও এতে অংশগ্রহন করেন। বিক্ষোভ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসস্ট্যান্ডের পুরাতন ফুটওভার ব্রিজের নিচে গিয়ে শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিশ্বমানবতার মুক্তির সনদ হলো মহাগ্রন্থ আল কোরআন। তাই এই মহাগ্রন্থ আল কোরআনের যেকোনো ধরনের অবমাননা বিশ্বমুসলিম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না বরং মুসলিম উম্মাহ এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তুলবে। এসময় বক্তারা সুইডিস সরকারকে অবিলম্বে অপরাধীকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। সমাবেশে এসময় মাওলানা আব্দুর রউফ, স্মরণিকা মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাচেত, সাভার ডগরমোড়া মসজিদের ইমাম মাওলানা মুহিববুল্লাহ, অ্যাডভোকেট শহিদুল ইসলাম শহিদ, হাসান মাহবুব মাস্টার, মো. আফজাল হোসেন, শাহাদাৎ হোসেনসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :