1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

সিআরপিতে পুতুল কন্যার জন্মদিন পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

সংবাদ রিপোর্ট : সাভারে নানা আয়োজনে পালিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনি ও সায়মা ওয়াজেদ পুতুলের কন্যা আমরীন হোসেনের জন্মদিন। ১৯ জুলাই মঙ্গলবার দুপুরে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুর্নবাসন কেন্দ্রের (সিআরপি) রেডওয়ে হলে এই জন্মদিন পালন করা হয়। এতে সিআরপির শারীরিক প্রতিবন্ধি শিশুদের নিয়ে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় সিআরপির শারীরিক প্রতিবন্ধি শিশুদের চকলেটসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন তারা। পরে প্রতিবন্ধি প্রায় এক হাজার ব্যক্তির মধ্যে সেখানে দুপুরের খাবারের আয়োজন করা হয়। এতে ছিলো পোলাও, গরুর রেজালা, মুরগির ফ্রাই, ডিম, বোরহানী, কোমলপানীয়। এসময় সকল প্রতিবন্ধি শিশুরা ও তাদের পরিবারের সদস্যরা দিনটা উৎসবে কাটান। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাভার উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ, সাভার পৌর যুবলীগের নেতা শেখ সাঈদ, সিআরপির নির্বাহী পরিচালক সোহরাব হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :