সংবাদ রিপোর্ট: বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সাভারের আমিনবাজার আওয়ামী লীগ কার্যালয়ে সকাল থেকেই অবস্থান করছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে কার্যালয়ের কাছে বিকট শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ ৬টি বস্তু উদ্ধার করে পুলিশ। ২৯ জুলাই শনিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে আমিনবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন শাহ আলম ফিলিং স্টেশনের পাশ থেকে ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। পথচারীরা জানায়, সড়কের পাশে হঠাৎ বিকট শব্দ হয়। পরে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এসময় উপস্থিত সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করলে ৬টি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে সেগুলো উদ্ধার করে পুলিশ। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, আমরা ঘটনাস্থল থেকে ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছি। বর্তমানে এসব নিষ্ক্রিয়ের কাজ চলছে। এঘটনার সঙ্গে যারা জড়িত সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এদিকে সকাল থেকেই আমিনবাজারে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। পাশাপাশি বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
Leave a Reply