সংবাদ রিপোর্ট: সাভারের বিভিন্ন বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ১৫ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেড শাখাওয়াত জামিলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
শাখওয়াত জামিল জানান, সাভারের বাগবাড়ি ও তাজপুর এলাকার আটটি পয়েন্টে প্রায় আট শতাধিক বাসাবাড়ি, কয়েকটি ব্যাবসাপ্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন করতে গিয়ে দেখতে দেখা যায়, উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে ঝুঁকিপূর্ণভাবে অসংখ্য বাসা-বাড়িতে দুই ইঞ্চি, এক ইঞ্চি পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়। যা খুবই ঝুঁকিপূর্ণ। এসব অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে মামলা করা হবে। অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, আব্দুল মান্নান ও তিতাসের কারিগরি টিমের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply