সংবাদ রিপোর্ট: সাভারে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার হেরোইনসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। ১৮ জানুয়ারি বুধবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। এর আগে, ১৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমিনবাজার বড়দেশী পূর্বপাড়া তুরাগ নদীর পাড় থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আমিনবাজের বড়দেশী মধ্যপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে রাসেল (২৪) ও যশোর জেলার চৌগাছার স্বরূপদাও এলাকার মো. সোহাগ মিয়ার ছেলে জুয়েল (২৪)। জুয়েল আমিনবাজার বড়দেশী মধ্যপাড়া এলাকা ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়। এসআই হারুন অর রশিদ বলেন, গতকাল সন্ধ্যার দিকে ডিউটিরত অবস্থায় জানতে পারি কতিপয় মাদকবিক্রেতা বড়দেশী পূর্বপাড়া তুরাগ নদীর পাড়ে খানবালুর গাদির সামনে রাস্তার উপর ভ্রাম্যমাণ অবস্থায় মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৭৩৫ পুরিয়া হেরোইনসহ দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হেরোইনের মূল্য ৩ লাখ ৪৭ হাজার টাকা। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।
Leave a Reply