1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

সাভারে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

সংবাদ রিপোর্ট : সাভারের বিরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিরুলিয়ার আকরাইন হাই স্কুল মাঠে বিকাল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। বিরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো: আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান এমপি। সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। সাভার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: নজরুল ইসলাম সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মজিবর রহমান স্বপন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য নুরুল ইসলাম সজীব প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রধান আলোচক মঞ্জুরুল আলম রাজীব আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করার আহবান জানান। পাশাপাশি, বিরোধী দল শুধু ফাঁকাবুলি সমৃদ্ধ নানা অপপ্রচারে লিপ্ত হয়ে নির্বাচনে না গিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারায় লিপ্ত, তাই তাদের এসব অপপ্রচার রুখে সতর্ক থাকার কথাও বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজিব প্রমুখ সহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে মোঃ আবুল কালামকে সভাপতি এবং মিনহাজুল ইসলাম সৈকতকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :