1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

সাভারে শ্রমিক বিক্ষোভের জেরে ৩টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা

  • আপডেট সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে বেতন বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভের জেরে ডার্ড গ্রুপের ৩টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ২৫ জুন রবিবার সকালে গ্রুপের এজিএম (এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) একেএম জসিম উদ্দিনের সই করা এক নোটিশে এই বন্ধের ঘোষণা দেওয়া হয়। কারখানা ৩টি হলো- ডার্ড গার্মেন্টস লিমিটেড, দীপ্ত গার্মেন্টস লিমিটেড ও ডার্ড ওয়াশিং প্ল্যান্ট লিমিটেড। নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ডার্ড গ্রুপের ৩টি কারখানা ডার্ড গার্মেন্টস লিমিটেড, দীপ্ত গার্মেন্টস লিমিটেড, ডার্ড ওয়াশিং প্ল্যান্ট লিমিটেডের সব কার্যক্রম বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১২(১) অনুযায়ী ২৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। কারখানা খোলার তারিখ পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানানো হবে।

এদিকে সকালে কারখানায় কাজ করতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে দীপ্ত গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা একই গ্রুপের অন্য প্রতিষ্ঠান দীপ্ত এপারেলস লিমিটেডের সামনে গিয়ে হৈচৈ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ ঘটনাস্থল থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। শিল্প পুলিশ-১ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) মামুন মিয়া বলেন, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। কারখানা বন্ধের বিষয়টি আমরাও জানতাম না। শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :