1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

সাভারে লাইসেন্সবিহীন ক্লিনিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

  • আপডেট সময় : রবিবার, ৭ মে, ২০২৩

সংবাদ রিপোর্ট: লাইসেন্স না নিয়ে প্রতারণা করে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে সাভারে একটি ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৬ মে শনিবার বিকেলে সাভার উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাভার মডেল থানার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়,সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় আহসান ডায়াগষ্টিক ল্যাব এর মালিক সরকারী লাইসেন্স না নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন বয়সী মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলো। পরে চিকিৎসা সেবা নিতে আসা ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে আজ বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা,সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহাকে সাথে নিয়ে ওই ডায়াগনষ্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসমাইল হোসেন। এসময় লাইসেন্স না থাকায় ডায়াগনষ্টিক সেন্টারের মালিক আহসান উল্লাহকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ও সেই সাথে ডায়াগনষ্টিক সেন্টারটি সিলগালা করা হয়। অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসমাইল হোসেন বলেন,প্রতারণার পাশাপাশি ডায়াগনষ্টিক সেন্টারের মালিক এক্সরেসহ সাত সেতে রুমে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। এক্সরে করা ও অন্যান্য পরীক্ষার অনুমতি না থাকলেও এতদিন তিনি রোগীদের পরীক্ষা নীরিক্ষা করে আসছিলেন বলেও বলেন তিনি। পরে হেমায়েতপুর এলাকায় বিভিন্ন ঔষধ বিক্রয়ের দোকানেও অভিযান পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :