1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০০ অপরাহ্ন

সাভারে মেয়ের বিয়ের ৬৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট

  • আপডেট সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারের এক ব্যবসায়ীর বাসা থেকে মেয়ের বিয়ের জন্য জমানো নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে চরম সঙ্কটে পড়েছেন ওই ব্যবসায়ী। ৩ আগস্ট বুধবার দুপুরে সাভারের ব্যাংক কলোনি এলাকার আরিফ মহল নামে বাড়ির একটি কক্ষ থেকে নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করে তারা। ভুক্তভোগী ব্যবসায়ী হলেন মো. শহিদুল ইসলাম (৩৮)। তিনি পাবনা জেলার সাথিয়া থানার করোমজা গ্রামের কুবাত আলীর ছেলে। তিনি ওই বাসায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে কাজে বের হন শহিদুল। সকাল সাড়ে ১০টার দিকে তার স্ত্রী লিজা (২৬) মেয়ে জান্নাতকে ব্যাংক কলোনি এসডে স্কুলে নিয়ে যান। পরে দুপুর ১টার দিকে শহিদুলকে বাড়ির দারোয়ান হাসান (৫০) ফোন করে বাড়িতে চুরি হওয়ার কথা জানান। পরে বাসায় ফিরে ঘরের সব কিছু এলোমেলো ও দরজার তালা খোলা দেখতে পান ওই ব্যবসায়ী। পরে আশেপাশের লোকজন নিয়ে রুমে প্রবেশ করে দেখেন স্টিলের আলমারিতে রাখা ৭ লাখ ৩০ হাজার টাকা, ২টি ইসলামী ব্যাংকের ৪ লক্ষ টাকার চেক, একটি শাহজালাল ইসলামী ব্যাংকের ৩ লাখ ২০ হাজার টাকার চেক, ৯০০ গ্রাম স্বর্নালংকার, মূল্য প্রায় ৫৫ লাখ টাকা, রুপা ২ কেজি ৭০০ গ্রাম, মূল্য ২ লাখ টাকা এবং ৯৬ হাজার টাকা মূল্যের একটি আইফোন-৮সহ আরও অনেক মূল্যবান কাগজপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী শহিদুল বলেন, আমার মেয়ের বিয়ের জন্য স্বর্ণালংকার ও টাকা সংগ্রহ করেছিলাম। আজ তা শেষ হয়ে গেল। আমি আমার মেয়ের বিয়ে পার করব কী করে। আমি তো নিঃস্ব হয়ে গেলাম। আমার স্ত্রীও তার বাবার বাড়ির অংশ বিক্রি করে ২০ লাখ টাকার স্বর্ণালংকার বানিয়েছিল। সেগুলোও নিয়ে গেছে। দিনে দুপুরে এমন ঘটনা মেনে নিতে পারছি না। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :