সংবাদ রিপোর্ট : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশ থেকে প্রায় দুই হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ১ ডিসেম্বর রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের খবর পেয়ে হকারগণ তাদের বেশীরভাগ স্থাপনা সড়িয়ে নেয়। অভিযানে বাধা দেয়ায় ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে।
সাভার পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকারের নেতৃত্বে ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ এ উচ্ছেদ কার্যক্রমে অংশ নেন। উপজেলা বাসস্ট্যান্ড থেকে শুরু করে থানা বাসস্ট্যান্ড, সাভার বাজার বাসস্ট্যান্ডের উভয়পাশে এ উচ্ছেদ কার্যক্রম চলে। উচ্ছেদকালে বাধা প্রদান করায় ৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দু’জন থানা বাসস্ট্যান্ডে ফুটপাত দখলে নিয়ে বিরানীর ডেক্সি বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। পুলিশ ডেক্সি সরিয়ে দেওয়ার সময়ে তারা বাধা প্রদান করে। পরে ম্যাজিষ্ট্রেটের নির্দেশে তাদেরকে আটক করা হয়। অপরদিকে সিটি সেন্টারের পাশে এক পত্রিকা হকারকে আটক করা হয়। আটকদেরকে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিচার করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার পৌর প্রসাশক উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকার। উচ্ছেদ অভিযানের সময় মহাসড়কে চলাচলরত বেশ কিছু ব্যাটারি চালিত রিক্সার চাকার হাওয়া ছেড়ে দেয়া হয়। এ ছাড়া সকল ভাসমান অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এ সময় গেন্ডা এলাকা হতে একটি স’মিলের কাঠের বড় আকারের গুড়ি, ভাসমান হাকারদের ব্যবহৃত বেশ কিছু চৌকি, চেয়ার টেবিল, গ্যাসের চুলা, কাঠের বাক্স ট্রাকে তুলে নেয়া হয়। এ সকল দ্রব্যদি পৌরসভার পাশে খোলা মাঠে রাখা হয়েছে। তালিকা প্রস্তুত করে দ্রুত সমযের মধ্যে নিলামে তোলা হবে বলে সাংবাদিকদের জানানো হয়েছে। অভিযানকালে সাভার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম নূর, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিত্র, সাভার পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ছামছুদ্দিন, সহকারি প্রকৌশলী আলম মিয়া, সচিব আবদুর রব শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply