সংবাদ রিপোর্ট: সাভারের রাজফুলবাড়িয়া থেকে কবিতা (২২) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলবার ভোর ৫ টার দিকে সাভারের রাজফুলবাড়িয়ার বাউলিপাড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত কবিতা কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বাদলা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের মেয়ে। স্বামী রুবেল পার্শ্ববর্তী এলাকার রেজন এর ছেলে। পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রুবেল কে আটক করা হয়েছে। নিহতের বড় ভাই আবু মিয়া বলেন, আমি নিশ্চিত তারা আমার বোনকে হত্যা করেছে। আমি আমার বোনের হত্যার বিচার চাই। এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) রাজিব কুমার সাহা বলেন, নিহতের মাথার পিছনের দিকে হালকা ফুলা মনে হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply