সাভারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ পোশাক শ্রমিক
আপডেট সময় :
রবিবার, ৪ আগস্ট, ২০২৪
সংবাদ রিপোর্ট : সাভারে পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন বাসে থাকা অন্তত ১৫ জন পোশাক শ্রমিক। ৩ আগস্ট শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের সবার নাম-পরিচয় জানা যায়নি। আহত পারুল বলেন, রাত ১০টার দিকে আল-মুসলিম পোশাক কারখানা ছুটি হয়। পরে আমরা সবাই বাসে করে উলাইল ইউটার্নের দিকে যাচ্ছিলাম। এ সময় অপর দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি। সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক বাবুল আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পোশাক শ্রমিকবাহী বাসটি উল্টো পথে রাস্তা পারাপারের জন্য এলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসে থাকা পোশাক শ্রমিকরা আহত হন।
Leave a Reply