1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

সাভারে বালু ও মাটি উত্তোলন, ৪টি ড্রেজার মেশিন জব্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

সংবাদ রিপোর্ট: অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে ৪টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ জন কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের তুরাগ নদীতে অভিযান চালিয়ে এসব ড্রেজার মেশিন জব্দ করে আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার ।ৎএ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার বলেন, অপরিকল্পিতভাবে ও অনুমোদন না নিয়ে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৪ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রটি ব্যবহৃত সরঞ্জামাদি রেখে পালিয়ে যায়। এসময় দুইজন কর্মচারী কাউন্দিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রিফাত হোসেনকে (২২) ২০ দিন ও পাবনা জেলার আমিনপুর থানার ছোট নওগা গ্রামের বিল্লাল মন্ডলের ছেলে আসাদুজ্জামান নূরকে (৩১) ১০ দিনের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরে জব্দকৃত মেশিন গুলো এনে নৌ পুলিশের জিম্মায় রাখা হয়েছে। তিনি আরও বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক পরবর্তীতে জব্দকৃত মেশিন গুলো নিলামে বিক্রি করে অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। ভ্রাম্যমাণ অভিযানে এসময় সাভার মডেল থানা পুলিশ ও নৌ পুলিশ সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :