সংবাদ রিপোর্ট: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে হয়ে গেল তেঁতুলঝোড়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আন্ত-প্রাথমিক বিদ্যালয় ক্রিয়া, সংস্কৃতি ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা-২০২৩। ১৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আন্ত-প্রাথমিক বিদ্যালয় ক্রিয়া, সংস্কৃতি ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা-২০২৩ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফরোজা খানম।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাভার উপজেলা শিক্ষা অফিসার নাজমুস শিহাব। এছাড়াও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অসংখ্য ছাত্র ছাত্রী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। বক্তব্যের শুরুতে প্রধান অতিথি ফেব্রুয়ারি মাসে শিশুদের মাঝে একুশে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের গুরুত্ব তুলে ধরেন। মনোযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠানটির।
Leave a Reply