সংবাদ রিপোর্ট: সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুলতান হোসেন সাগর (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সুলতান হোসেন সাগর সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লার মৃত তসলিম উদ্দিনের ছেলে। নিহতের বন্ধু মাহিদুল ইসলাম রিফাত বলেন, সাগরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করে। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিবুল মামুন শুভ বলেন, রাত ১১টা ৪৫ মিনিটে দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হতে পারে বলে জানান তিনি।
Leave a Reply