সংবাদ রিপোর্ট: সাভারে অবৈধভাবে ইট পুড়িয়ে বাজারজাত করায় দুই ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। এসময় ভাটা দুটি গুঁড়িয়ে দেওয়া হয়। ২২ জানুয়ারি রবিবার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন। তিনি বলেন, ওই এলাকায় এমবিএম ও একেএম ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়েছে। তারা পরিবেশের কোন ছাড়পত্র ছাড়াই ইট পুড়িয়ে পরিবেশ দূষণ করে আসছিলেন। এছাড়া তারা কোন বৈধ কাগজ দেখাতে না পারায় এমবিএম ব্রিক্সকে ১৫ লাখ ও একেএম ব্রিককে ১৫ লাখ করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভাটার আংশিক অংশ গুড়িয়ে দেওয়া হয়েছে। জানা যায়, একে এম ব্রিকসের মালিক মোহাম্মদ ইকবাল হোসেন ও এমবি এম এর মালিক হাবিবুল্লাহ হাবিব বৈধ কাগজপত্রের তোয়াক্কা না করে দীর্ঘ দিন ধরে এই ভাটা পরিচালনা করে ইট বাজারজাত করে আসছিলেন। এসময় সাভার মডেল থানার পুলিশসদস্যসহ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply