সংবাদ রিপোর্ট: সাভারে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে উপজেলার বনগাঁও ইউনিয়নেন গান্ধারিয়া এলাকার তুরাগ নদী থেকে তার লাশ উদ্ধার করেছে সাভার নৌ থানা পুলিশ। পুলিশ জানায়,সন্ধ্যায় তুরাগ নদীর কচুরি পানার নিচে অজ্ঞাত আনুমানিক ২৩ বছর বয়সী এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার থানা নৌ পুলিশকে খবর দিলে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। অজ্ঞাত ওই যুবকের পড়নে প্যান্ট ও গেঞ্জি ছিলো। এলাকাবাসীর ধারণা অজ্ঞাত ওই যুবককে দুর্বৃওরা হত্যা করে লাশ গুম করার জন্য কচুরি পানার নিচে ফেলে দেয়। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। অপরদিকে আশুলিয়ার একটি বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত চার দিনে সাভার ও আশুলিয়া থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করে পুলিশ।
Leave a Reply