সংবাদ রিপোর্ট: মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে সাভার উপজেলা প্রশাসন। এ সময় হেমায়েতপুর ও সাভার বাজার বাসস্ট্যান্ডে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় কয়েক হাজার অবৈধ স্থাপনা। এতে দ্রুত মালামাল সরিয়ে নেন ব্যবসায়ীরা। ২৩ মার্চ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও অভিযানে সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী, সাভার থানা ও হাইওয়ে পুলিশ সদস্যরা। সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকার বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। মহাসড়ক যানজটমুক্ত ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত রাখতে আগামীতেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদের পর পরবর্তীতে কেউ আইন অমান্য করে আবারও ফুটপাত দখলের চেষ্টা করলে তাদের জেল জরিমানা করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয় সাধারণ জনগোষ্ঠী ও সড়কটি ব্যবহারকারী পথচারীরা। মহান স্বাধীনতা দিবস ও ঈদকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের এমন অভিযান জনবান্ধব বলছেন স্থানীয়রা।
Leave a Reply