সংবাদ রিপোর্ট: সাভারে আগামী ১০ই ডিসেম্বর জামাত বিএনপির সভাকে লক্ষ্য করে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । ৪ ডিসেম্বর রবিবার বিকেলে, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে, জয়নাবাড়ি ঈদগার মাঠে এই প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর। এ সময় বক্তারা আগামী ১০ই ডিসেম্বর জামায়েত বিএনপি’র সভার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও তারই প্রতিবাদে সাভারে যুবলীগকে সোচ্চার ও আগামী ১০ই ডিসেম্বর বিক্ষোভ সমাবেশের ডাক দেন। এ সময় জামাত বিএনপিকে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান বক্তারা। প্রস্তুতি সভা চলাকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক মনির হোসেন, ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল, সহ স্থানীয় ছাত্রলীগ যুবলীগের অসংখ্য নেতা কর্মী। প্রস্তুতি সভা শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
Leave a Reply