সংবাদ রিপোর্ট: সাভারে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা। ৩১ অক্টোবর সোমবার সাভার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস। সাভারে উপজেলার নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় সাভার উপজেলা চত্বরে থেকে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ উপলক্ষে একটি র্যালি বের হয়। পরবর্তীতে হাত ধোয়া কর্মসূচি পালন সহ আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা, কামরুন্নাহার, সাভার জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ফারুক আহাম্মেদ,যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম তরফদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ।
Leave a Reply