সংবাদ রিপোর্ট: “গ্রীন সাভার, ক্লিন সাভার” এই স্লোগানে সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সাভারে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপন অভিযান কার্যক্রম। ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ছাত্রলীগের এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপন অভিযান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপন অভিযানের প্রথম দিনে সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টার থেকে শুরু হয়ে তা ঢাকা-আরিচা মহাসড়কের মাশরুম সেন্টার পর্যন্ত চলে।ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীর এই অভিযান অব্যাহত থাকবে এবং গ্রীন সাভার গড়বার লক্ষ্যে অচিরেই বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। সর্বসাধারণকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহনের জন্য আমন্ত্রন জানানো হয়।
Leave a Reply