সংবাদ রিপোর্ট: সাভারের হেমায়েতপুর ও মুন্সিগঞ্জ থেকে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সাভার ট্যানারি ফাঁড়ি পুলিশ। এ সময় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। ১৮ সেপ্টেম্বর রবিবার বিকেলে গ্রেফতার আসামিদের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম। এর আগে, ১৭ সেপ্টেম্বর শনিবার রাতে সাভারের ভরারী এলাকা থেকে দুইজন ও মুন্সিগঞ্জের সিরাজদীখান এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। গ্রেফতাররা হলেন- সাভারের জোরপুল নতুনপাড়া এলাকার মো. সবুজ, সাভারের ভরারী বটতলা এলাকার মো. বাদশা ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার খাসিপাড়া এলাকার ইকবাল হোসেন। এসআই জাহিদুল ইসলাম জানান, গত ১৪ সেপ্টেম্বর সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। বিষয়টি নিয়ে একটি অভিযোগ করলে সেই বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে শনিবার রাতে সাভারের ভারারী এলাকা থেকে সবুজ ও বাদশাকে এবং তাদের দেওয়া তথ্য মতে মুন্সিগঞ্জের সিরাজদীখান থেকে ইকবালকে আটক করা হয়। তিনি বলেন, সবুজ ও বাদশা হলো মোটরসাইকেল চোর। আর ইকবাল চোরাই মাল কেনা-বেচা করে। তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে
Leave a Reply