1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

সাভারে চেতনানাশক খাইয়ে রিকশা চুরি, আটক ১

  • আপডেট সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে চালককে খাবারের সাথে চেতনা নাশক খাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় স্বপন কাজী (২৭) নামের এক চোরকে আটক করেছে পুলিশ। এসময় চুরি হওয়া রিকশাটি উদ্ধার করা হয়। ২২ নভেম্বর মঙ্গলবার রাত ৯ টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন পাকিজা লিমিটেডের সামনে থেকে তাকে আটক করে রিকশাটি উদ্ধার করা হয়। আটক স্বপন কাজী ফরিদপুর জেলার শিবরামপুর এলাকার বাসিন্দা। তিনি সাভারের আমিনবাজার এলাকায় ভাড়া থেকে রিকশা চোর চক্রের সাথে রিকশা চুরি করতেন। ভুক্তভোগী ওই রিকশা চালকের নাম আব্দুল লতিফ (৫৫)। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার জামালপুর এলাকার বাসিন্দা। পুলিশ ভুক্তভোগী কে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এখন পর্যন্ত তার এখনও জ্ঞান ফেরেনি। তিনি সাভারের কাতলাপুর এলাকার শফিক আহমেদের বাসায় ভাড়া থেকে রিকশা চালাতেন। পুলিশ জানায়, রিকশা চালক আব্দুল লতিফ সকালে রিকশা নিয়ে বের হয়ে যায়। পরে বিকেল তিনজন চোর যাত্রীবেশে তার রিকশায় ওঠেন। এসময় চালকের সাথে সক্ষতা গড়ে তুলে চেতনা নাশক মিশিয়ে তাকে খাবার খাওয়ায়। পরে চালক অতেচন হলে রিকশা করে নিয়ে পাকিজার সামনে যায়। এসময় রিকশায় চালককে অচেতন দেখে পুলিশ রিকশার গতিরোধ করেন। এসময় রিকশায় থাকা অপরজন দুই পালিয়ে গেলে এক চোরকে আটক করে রিকশাটি উদ্ধার করে পুলিশ। সাভার মডেল থানার উপ-পরিদর্শক এসআই ফজলুল হক বলেন, চোরেরা রিকশা নিয়ে যাওয়ার সময় সন্দেহ হয়। পরে চোরকে আটক করে রিকশাটি উদ্ধার করি। চুরির মামলা দায়ের কর বুধবার আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :