সংবাদ রিপোর্ট: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ফুটওভার ব্রিজে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবু সাইদ ওরফে হিমেল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানায় নিয়ে গেছে পুলিশ। ৫ জানুয়ারি শুক্রবার রাত ১০টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন সাভার মডেল মসজিদের সামনের ওভারব্রিজের ওপর এই ঘটনা ঘটে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আবু সাইদ ওরফে হিমেল মানিকগঞ্জ জেলার সদর ইউনিয়ন বালিরটেক ভারিয়ারা গ্রামের কামাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিনোদবাইদ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। নিহতের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানার পুলিশ জানায়, প্রতিদিনের মতো ঢাকায় এক আত্মীয়ের কাছে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সাভারের বাসায় ফিরছিলেন আবু সাইদ। ব্যাংক কলোনি এলাকায় বাস থেকে নামেন তিনি। পরে সাভার মডেল মসজিদের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ওভারব্রিজে তাকে ছুরিকাঘাত করেন দুর্বত্তরা। মারাত্মকভাবে আহত আবু সাইদ দৌঁড়ে বাঁচার চেষ্টা করেন। তবে ওভারব্রিজ থেকে নেমে ঢাকাগামী লেনের কিছুদূর গিয়ে মাটিতে লুটিয়ে পরে মারা যান তিনি। থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, কি কারণে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে তা এমুহূর্তে বলা সম্ভব নয়। এব্যাপারে তদন্ত চলছে। নিহতের পেট ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। তার মানিব্যাগ, টাকা পয়সা সবই ঠিক আছে শুধু একটি মোবাইল পাওয়া যাচ্ছে না। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply