সংবাদ রিপোর্ট: প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন হতে দেশের ২৬ হাজার ২শ’ ২৯ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (তৃতীয় পর্যায়-২য় ধাপ) এর শুভ উদ্বোধন হলো। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার সাভারে মোট ৭৫টি গৃহহীন পরিবার পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এই আশ্রয়ণ প্রকল্পের ঘর। ২১ জুলাই বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানসহ নতুন এসব ঘর হস্তান্তর করা হয় উপকারভোগীদের মাঝে। এর আগে, সকালে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানটি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাভার উপজেলা পরিষদের হলরুমে সরাসরি সংযুক্ত হয়। সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও উপ-সচিব আবু জাফর রিপন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, নতুন নির্মিত এই ঘর সমূহের মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের কান্দি বৈলারপুর মৌজায় ৮৬ শতক জমিতে ৪৩টি পরিবারকে এবং বিরুলিয়ার সাদুল্ল্যাপুর ইউনিয়নে ১টি এবং সাভার ইউনিয়নের খঞ্জনকাঠি মৌজায় ৬২ শতক জমিতে মোট ৩১টি পরিবারকে সহ মোট ৭৫টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপের এই ঘর তুলে দেয়া হলো। সাভার উপজেলা নির্বাহী অফিসার এই প্রতিবেদককে জানান, এই ঘর নির্মাণে ঢাকা বিভাগীয় ও জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে সাভার উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলীর দপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সার্বিক সমন্বয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়। উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে সাভার উপজেলা আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভার অনুমোদনক্রমে ও স্থানীয় জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সর্বোচ্চ সতর্কতার সাথেই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়া, তালিকা ভিত্তিক আবেদনকারীদের প্রত্যেকের আলাদা আলাদা সাক্ষাৎকার গ্রহণ ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে যথাযথ উপকারভোগী বাছাই ও তাদের জন্য বন্দোবস্তকৃত ঘরে বসবাসের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে বলে জানান সাভারের ইউএনও। তিনি বলেন, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের তৎপরতায় উদ্ধারকৃত ১৫০ শতক খাস জমির বর্তমান গড় বাজার মূল্য আনুমানিক প্রায় ১৬ কোটি ৪ লক্ষ টাকা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন, তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর প্রমুখ সহ অন্যরা।
প্রসঙ্গত, সাভারে ঘরের নির্মাণ কাজের গুনগতমান বজায় রাখার জন্য সকল দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ নিয়মিত প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন যা বিভিন্ন সময়ে জাতীয় সংবাদ মাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়েছে।
Leave a Reply