সংবাদ রিপোর্ট: আগুনে পুড়ে মরল ঢাকার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) গবেষণার জন্যে রাখা ৪ দিন বয়সী প্রায় ৩৬৯টি কমন দেশীয় মুরগীর বাচ্চা। ১২ ফেব্রুয়ারি রবিবার সকালে বিএলআরআই কম্পাউন্ডের পূর্ব পাশের একটি মুরগির বাচ্চা রাখার টিনের তৈরি সেডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ‘কোর গবেষণা প্রকল্পের আওতাধীন’ পুষ্টি গবেষণার জন্য রাখা এই সেডটি বিএলআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. হালিমার তত্বাবধানে পরিচালিত হচ্ছিল বলে জানা যায়। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ড. শাকিলা ফারুক বলেন, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ আমাদের এখানে গবেষণার জন্য রাখা মুরগির বাচ্চার একটি টিনের তৈরি সেড ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই তা পুরো সেড ঘরে ছড়িয়ে পরে। পরে দূর থেকে সেডের দায়িত্বে থাকা শ্রমিকরা বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে এসে নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
Leave a Reply