1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

সাবিনাদের লাগেজ থেকে অর্থ চুরি, জানেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, সাফজয়ী নারী ফুটবলারদের লাগেজ থেকে অর্থ চুরির ব্যাপারে কোনো তথ্য জানা নেই। তবে এমনটা ঘটলে তা অত্যন্ত দুঃখজনক ব্যাপার বলে অভিহিত করেন তিনি। ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের টেবিল টেনিস ফাইনাল খেলা ও পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তাদের লাগেজ থেকে টাকা চুরির ঘটনা আমরা কেউ কখনো কামনা করি না। আর এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে, আমরা অবশ্যই দেখব। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, সাফজয়ী ফুটবলারদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পক্ষ থেকে নতুন ঘর করে দেওয়া হবে। পাশাপাশি তাদের কোনো সমস্যা থাকলে সরকার পাশে থাকবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে কিছু বলতে হয় না। বলার আগেই দেশের বাইরে থেকেই নির্দেশ দিয়েছেন তিনি। এবারের টেবিল টেনিস প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয় বিভাগে ৫৬টি বিশ্ববিদ্যালয়ের ২৫৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :