সংবাদ রিপোর্ট: সাভার পৌর এলাকার কাজি মোকমাপাড়া এলাকা থেকে ৩ জুলাই বুধবার বিকেলে মাদক ব্যবসায়ী, একাধিক মামলার আসামী সংগ্রাম সেন (৫৪) কে ১৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ( ডিবি)। গোপন সংবাদেের ভিত্তিতে সাভার পৌরসভার ৪নং ওয়ার্ডের কাজি মোকমাপাড়া বাঘ মন্দিরের সামনে মাদক ব্যবসায়ী সংগ্রাম সেনের বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ গ্রেফতার করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, সংগ্রাম দীর্ঘ প্রায় ৩০ বছর মাদক ব্যবসা করে আসছে তার বিরুদ্ধে সাভার মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, বুধবার বিকেল তারা অভিযান চালিয়ে ফেনসিডিলসহ সংগ্রাম সেন গ্রেফতার করতে সক্ষম হন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply