1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

শামসুজ্জামানের মুক্তির দাবিতে ধামরাইয়ে মানববন্ধন করেছে তার পরিবারের সদস্য ও এলাকাবাসী

  • আপডেট সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

ধামরাই প্রতিনিধি: সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন করেছে তার পরিবারের সদস্য এলাকাবাসীসহ স্থানীয় সাংবাদিকরা। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক শামসুজ্জামানের মা করিমন নেছা তবে মানববন্ধনে নির্বাক দাড়িয়ে কেবল ডুকরে কেঁদে চোখের জল ফেলে গেছেন তিনি বলতে পারেননি একটি কথাও। তার এই কান্নার রেশ উপস্থিত সবাইকেই করেছে মর্মাহত। পরে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। ১ এপ্রিল শনিবার দুপুরে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ মানববন্ধন করেন প্রায় শতাধিক এলাকাবাসী ও সাংবাদিকরা। এসময় মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, শামসুজ্জামান দীর্ঘদিনের সাংবাদিকতা ছিল গণ মানুষের পক্ষে। সে সবসময় মানুষের কথা তুলে ধরেছে। তার পরিবারের বিরুদ্ধেও দেশ বিরোধী কোনো অভিযোগ নেই। তার ভাই দেশের জন্য প্রাণ দিয়েছে। অথচ, আজ একটা প্রতিবেদনের জন্য তাকে মামলা দিয়ে কারাবন্দী করা হয়েছে। শামসুজ্জামানের মামাতো ভাই মো. ফারুক হোসেন বলেন, শামসের পরিবারের উপর কোন কালি নেই। তাদের সততা সম্পর্কে এলাকার সবাই অবগত আছেন। এই পরিবারের কেও কখনো দেশ বিরোধী কোন কাজে সম্পৃক্ত ছিলোনা। তাই সরকারের কাছে আমার অনুরোধ অবিলম্বে আমার ভাই শামসকে মুক্তি দিন। স্থানীয় সাংবাদিক সোহেল রানা বলেন, স্বাধীনতা দিবসে প্রথম আলোর সংবাদ সরকারকে বিব্রত করেনি। অন্য একটির বেসরকারি টিভির রং মেশানো সংবাদ সরকারকে বিব্রত করেছে এবং শামস এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে উদ্বুদ্ধ করেছে। সুতরাং আমি তাদেরও বিচার দাবী করছি। স্থানীয় আরেক সাংবাদিক আহমাদ সোহান সিরাজি বলেন, যার বড় ভাই রাস্ট্রের নিরাপত্তা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন তার একমাত্র ছোট ভাইকে আজ জোর করে রাস্ট্রের শত্রু বানানো হচ্ছে এরচেয়ে লজ্জার আর কি হতে পারে? তাকে যেভাবে রাতের অন্ধকারে আইনশৃঙ্খলা বাহিনীর এতবড় টিম পাঠিয়ে ধরে নেয়া হলো তাতে মনে হয়েছে উনি বিরাট কোন অপরাধী, আপনাদের কাছে প্রশ্ন তিনি কি আসলেই এতবড় কোন অপরাধ করেছে? উনি একজন মাঠপর্যায়ের সংবাদকর্মী হিসেবে শুধু গণমানুষের মুখের কথাই তুলে ধরেছেন এতে যদি কোন অন্যায় হয়ে থাকে তাহলে আমরা দেশের ১৬ কোটি মানুষের সবাই অপরাধী। তাই আমি অনতিবিলম্বে শামসুজ্জামান ভাইয়ের নিঃশর্ত মুক্তি ও গণমাধ্যমকর্মীদের টুটিচেপে ধরা ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবী জানাচ্ছি। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, শামসুজ্জামানের বড় ভাই রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা আক্তার, শামসুজ্জামানের মামাতো ভাই ফারুক হোসেন, দীপ্ত টিভির প্রতিনিধি এমএ হালিম, সাংবাদিক আরিফুল ইসলাম সাব্বির, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, বণিক বার্তার প্রতিনিধি সোহেল রানা, বাংলানিউজের প্রতিনিধি সাগর ফরাজি, ঢাকা মেইল প্রতিনিধি আহমাদ সোহান সিরাজি ও দৈনিক কালবেলার প্রতিনিধি ইমরান খানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এদিকে একই দাবিতে ১ এপ্রিল শনিবার ধামরাই প্রেসক্লাব ও আশুলিয়া রিপোর্টার’স ক্লাবের সাংবাদিকরাও মানববন্ধন করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :