1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে টানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল ৬৩ শিশু-কিশোর মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন ব্যারিস্টার শিহাব খান রানা প্লাজা ধসের ১৫ মামলা আদালতে ঝুলে আছে এক যুগ মোহাম্মদ জুয়েল মিঞা আবারো ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি সাভারে কুড়িয়ে পাওয়া শিশু চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির নেতা: খোরশেদ সাভারে এসএসসি পরীক্ষার হলে গাফিলতি, ৭ শিক্ষক বহিষ্কার মিটে গেলো খোরশেদ-অভি বিরোধ ধামরাইয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনে মিলল রিকশাচালকের মরদেহ আশুলিয়ায় হত্যার পর নারীর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা আধিপত্য বিস্তারে ফাঁকা গুলি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

ব্রাজিল ভক্তের কাণ্ড 

  • আপডেট সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

সংবাদ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আমাদের দেশে কত উম্মাদনাই না হচ্ছে। দেশের বেশির ভাগ মানুষ ল্যাটিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেনটিনা আর ব্রাজিলের সাপোর্টার। তারা নিজ নিজ দলের সাপোর্টের জন্য ওই দেশের পতাকার রঙয়ের সঙ্গে মিল রেখে নিজেদের বাড়ি গাড়ি রঙ করছেন। এমনি একটি ঘটনা ঘটেছে কুমিল্লা জেলার দেবিদ্বারে। নিজের মাইক্রোবাসে ব্রাজিলের পতাকা এঁকেছেন ব্রাজিল ভক্ত মোহাম্মদ সোহেল। দেশের সম্মানার্থে মাইক্রোবাসটির সামনে লাল সবুজের পতাকাও এঁকেছেন তিনি। ওই তরুণ এলাকায় বালুর ব্যবসা করেন বলে এলাকার লোকজন তাকে বালু সোহেল নামে চেনেন। কুমিল্লা দেবিদ্বার উপজেলার পৌর এলাকার বাসিন্দা সোহেল আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় বসবাস করেন। সোহেল জানান, তিনি বালুর ব্যবসা করেন। তার রয়েছে বেশ কয়েকটি মাটি বহন করার ট্রাক্টর। ছোটবেলা থেকেই তার পছন্দের দল ব্রাজিল। তার প্রিয় খেলোয়াড় ছিলেন ৯ নম্বর জার্সি পড়া ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনাল্ডো। ব্রাজিলের পুরনো খেলা তিনি এখনো ইউটিউবে দেখেন। ২০ নভেম্বর রবিবার রাতে সোহেল বলেন, ‘আমি ব্রাজিলের ঘোরতর সমর্থক। অনেক সমর্থক তার প্রিয় দলের ভালোবাসার জন্য কত কি করে। আমিও পিছিয়ে থাকবো কেন? তাই নিজের ব্যবসার কাজে ব্যবহার করা মাইক্রোবাসটিকে গত তিন দিন আগে ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছি। তারপর থেকে ব্যবসার কাজে যেখানে গেছি সেখানেই ব্রাজিল ভক্তরা জড়ো হচ্ছেন। গাড়ির সঙ্গে সেলফি তুলছেন। আমাকেও নিয়ে ছবি তুলছেন। আমার সঙ্গে হাত মিলাচ্ছেন। সড়ক দিয়ে গাড়িটি যাওয়ার সময় সবাই তাকিয়ে থাকেন। বিষয়টা আমাকে আনন্দ দেয়।’ দেবিদ্বার উপজেলার চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, খেলা নিয়ে সুস্থ-সুন্দর প্রতিযোগিতা করা ভাল। কারণ খেলা মানুষকে আনন্দ দেয়। খেলার কারণে মানুষের মাঝে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকতে পারে। সোহেল তার নিজের দলের পতাকার আদলে মাইক্রোবাস রঙ করেছেন। এটাকে ঘিরে মানুষ আনন্দ পাচ্ছে, ছবি তুলছে। এমন সুস্থ বিনোদনই কাম্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :