বিনোদন ডেস্ক: বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এবার পুড়ে যাওয়া কাপড় কিনলেন নতুন প্রজন্মের অভিনেত্রী পূজা চেরী। পূজা চেরী আর্তমানবতার সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান বিদ্যানন্দের মাধ্যমে এ পোড়া কাপড় কিনেছেন। বিষয়টি জানা গেছে বিদ্যানন্দের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাস থেকে। বিদ্যানন্দের পেজের স্ট্যাটাসে লেখা হয়েছে, চিত্রনায়িকা পূজা চেরী বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন। কর্মচারীদের ঈদের আনন্দ যেন মাটি না হয়। তাদের কজনের ঘরে যদি এই কাপড় কেনার মাধ্যমে যেতে পারি তবে আমার দিনটাই সার্থক। স্ট্যাটাসে আরও লেখা রয়েছে, সমাজের সর্বস্তরের মানুষকে আমরা যুক্ত করতে চাই যে কোনো দুর্যোগে। আস্থার একটা জায়গা থাকুক সবার, এটাই বিদ্যানন্দের চেষ্টা। উল্লেখ্য, চিত্রনায়িকা নিপুণ আক্তার, নায়ক জায়েদ খান, সংগীতশিল্পী তাহসান, অভিনতো সিয়ামসহ শোবিজ অঙ্গনের আরও তারকা বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন।
Leave a Reply