ধামরাই প্রতিনিধি: উপজেলায় স্বামীর ইটের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। ২০ নভেম্বর রবিবার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর ফকিপারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম জুলেখা বেগম (৫০)। তিনি ওই এলাকার কোহিনূর ফকিরের (৬০) স্ত্রী। ঘটনার পর থেকে কোহিনূর পলাতক রয়েছেন। নিহতের প্রতিবেশী আবু সাঈদ জানান, জুলেখা-কোহিনূরের দাম্পত্য জীবন প্রায় ৩৫ বছরের। সম্প্রতি কোহিনূর দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বেশ কিছুদিন যাবৎ তাদের মধ্যে কলহ চলছিল। এরই জেরে আজ তাদের মধ্যে ঝগড়া শুরু হলে কোহিনূর জুলেখাকে মারতে উদ্যত হয়। এসময় জুলেখা দৌড়ে আরেক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়। কোহিনূর সেখানে গিয়ে জুলেখাকে ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে জানিয়েছে তার বাবার নির্যাতনেই তার মায়ের মৃত্যু হয়েছে। পলাতক কোহিনূরকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
Leave a Reply