ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে অবৈধ তিনটি ইটভাটাকে মোট ১২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ১৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তারের নেতৃত্বে উপজেলার সোমভাগ ও নান্নার ইউনিয়নের তিনটি ইট ভাটায় অভিযান চালানো হয়। এসময় এস্কেভেটর দিয়ে একটি ইটভাটার চিমনি পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়। ধামরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইটভাটা তিনটি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সোমভাগ ইউনিয়নের মেসার্স হালিমা ব্রিকসের চিমনি এস্কেভেটর গুড়িয়ে দেওয়া হয় এবং লাইসেন্স বিহীনভাবে ইট বানানোর অপরাধে ভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সোমভাগ ইউনিয়নের মেসার্স মার্ক ব্রিকস এবং নান্নার ইউনিয়নের মেসার্স জেএনবি ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন (২০১৩) মোতাবেক ৫ লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। এ বিষয়ে ধামরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী ধামরাইয়ের তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এসময় তারা ইটভাটার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় একটি ইট ভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে তিনটি ইটভাটা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply