ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে জুলেখা হত্যাকান্ডের প্রধান আসামি স্বামী কহিনুর ইসলাম ফকিরকে মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৪। ৪ ডিসেম্বর রবিবার সকালে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে ৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় র্যাব-৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে করে আসামি মোঃ কহিনুর ইসলাম ফকির (৬২), জেলাঃ ঢাকা’ কে গ্রেফতার করে। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নিহত জুলেখা ও আসামী কহিনুর ইসলাম ফকির দম্পতির প্রায় ৩৫ বছরের সংসার ছিলো। স্বামী কহিনুর ফকির গত কয়েক বছর ধরে আরেকটি বিয়ে করতে চাওয়ায় জুলেখার সঙ্গে প্রায়শই ঝগড়া লেগে থাকতো। এ নিয়ে গত ২০ নভেম্বর সকালে বাকবিতন্ডার এক পর্যায়ে স্বামী কহিনুর তার স্ত্রী জুলেখাকে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই প্রাণ হারান জুলেখা। এসময় স্ত্রীর মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে কহিনুর পালিয়ে যায়। এ ঘটনায় নিহত জুলেখার ভাই আব্দুল কাদের বাদী হয়ে আসামি কহিনুর ইসলাম ফকির এর নামে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করে।পরবর্তীতে র্যাব-৪ আসামী গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় আসামী কহিনুর ইসলাম ফকিরকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জুলেখাকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব।
Leave a Reply