ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে ২জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় কয়েকটি হাসপাতালে। ১৭ ডিসেম্বর শনিবার সকালে সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের খাগুরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা গ্রামের এরশাদ আলীর স্ত্রী আকলিমা আক্তার (৪০) ও চৌহাট ইউনিয়নের দেউলী গ্রামের উজ্জ্বল মিয়ার স্ত্রী সুরিয়া বেগম (৩০)। পুলিশ জানায়, প্রতীক সিরামিকের একটি বাস সকালে শ্রমিকদের নিয়ে কারখানায় যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন অন্তত ২৫ জন। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, দুইজনের মরদেহ আমরা পেয়েছি। তাদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply