ধামরাই প্রতিনিধি : বিশ্ব ভালোবাসা দিবসে তামাক ও মাদকমুক্ত দেশ গড়ার শপথ নিলো ঢাকার ধামরাইয়ের কয়েকটি হাই স্কুলের দুই হাজার শিক্ষার্থী। মঙ্গলবার ধামরাই পৌরসভার উদ্যোগে তামাক ও মাদকবিরোধী র্যালী বের করা হয়। ধামরাই পৌরসভা থেকে র্যালী বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে লাকুড়িয়াপাড়া আব্দুস সোবহান মডেল হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। এসময় মাদকবিরোধী সমাবেশে স্থানীয় এমপি ও দেশের ১০টি পৌরসভার মেয়র এবং দুই হাজার শিক্ষার্থীকে মাদকমুক্ত দেশ গড়ার শপথ বাক্য পাঠ করান ধামরাই পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির। ধামরাই পৌর সভার মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ আসন ধামরাইয়ের এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশীদ সুজন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, নাটোরের সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিঙ্গাইর পৌরসভার মেয়র আবু নাঈম মুহাম্মদ বাশার, ধামরাই উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফারজানা আক্তার, ,াদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ডিডি মোঃ বাহাউদ্দিন ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই থানার ওসি আতিকুর রহমান প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নন্দ গোপাল সেন। ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির বলেন, আমরা দেশের ৩২৯ জন মেয়র তামাক ও মাদকমুক্ত দেশ গড়ার শপথ নিয়েছি। তারই অংশ হিসেবে আজ বিশ্বভালোবাসা দিবসে দুই হাজার শিক্ষার্থী নিয়ে ধামরাইকেও মাদকমুক্ত করার শপথ নিয়েছি। আগত মেয়র ও অতিথিদের উপঢৌকন প্রদান করে। সভাশেষে বিকেলে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন করে।
Leave a Reply