1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

ধামরাইয়ে চলছে ঐতিহ্যবাহী সাকরাইন মেলা

  • আপডেট সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

ধামরাই প্রতিনিধি: ধামরাই উপজেলার বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সাকরাইন মেলা। এ বছর ধামরাইয়ের ১১টি স্থানে ৩ দিনব্যাপি পৌষ সংক্রান্তি ও হিন্দু সম্প্রদায়ের বুড়াবুড়ির মেলা অনুষ্ঠিত হচ্ছে। ১৫ জানুয়ারি রবিবার ভোর থেকে ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী বটতলা মাঠে শুরু হয়েছে এ মেলা। তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ভোর থেকেই হাজারও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় মেলায়। এ মেলার অন্যতম আকর্ষণ খই, বিন্নি, বাতাসা, চিনির তৈরির খেলনা, গরম পেঁয়াজু, জিলাপিসহ হরেক রকমের খাবার। পাশাপাশি মাটি, বাঁশ ও বেতের তৈরী নানান তৈজষপত্র। কামারের তৈরি দা-বটি করাই এবং বাচ্চাদের খেলনার দোকান। এসব গৃহস্থালী পণ্য কিনতে এসব মেলায় আসেন সকল ধর্মের মানুষজন। পরিবার নিয়ে মেলায় ঘুরতে আসা রাজিউল হাসান পলাশ বলেন, এটি মূলত হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও আমরা ধামরাইবাসী সকল ধর্মের লোকজনই এই উৎসবকে আপন করে নিয়েছি। এই মেলা আমাদের ঐতিহ্য। প্রতিবছরই পরিবারের সকলকে নিয়ে এইদিন অনেক আনন্দ করি এবং মেলায় এসে বাচ্চাদের খেলনাসহ গৃহস্থালী নানান প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকি। এদিকে ১৫ জানুয়ারি রবিবার বিকেলে মেলা বসবে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গ্রামে। আগামীকাল মেলা হবে ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায়। এভাবে আগামী তিনদিন বিভিন্ন সময়ে মেলা অনুষ্ঠিত হবে ধামরাইয়ের কালামপুর, সোমভাগ, সানোড়া, গোপালপুর, বাড়িগাও, সীতিপাল্লীসহ বিভিন্ন এলাকায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :