ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের অবস্থিত অবৈধ আকসিক নগর হাউজিং প্রকল্পে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ধামরাই উপজেলা প্রসাশন। অভিযানে অবৈধ আকসিক নগরের সাইনবোর্ড-বিলবোর্ডসহ বেশকিছু স্থাপনা উচ্ছেদ করা করা হয়। ১৯ ফেব্রুয়ারি রবিবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ হাই জকী। এর আগে ইউএনও এর নির্দেশে ১৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, অবৈধভাবে আকসির নগর হাউজিং প্রকল্প নামের সকল সাইনবোর্ড ব্যানার কৃষকের ভরাটকৃত জমির বালি সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করায় উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদন বিহীন প্রকল্পের নামে স্থাপিত সাইনবোর্ড-বিলবোর্ডসহ বেশকিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভূমি দস্যুরা যতই প্রভাবশালী হোক না কেন সবার ক্ষেত্রে আইন সমানভাবে প্রয়োগ করা হবে।
Leave a Reply