1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

ঢাকা জেলায় পুলিশ সুপারের দায়িত্ব নিয়েছেন আনিসুজ্জামান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট: ঢাকা জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো. আনিসুজ্জামান। ১ জানুয়ারি বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আহম্মদ মুঈদের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। পরে ঢাকা জেলা পুলিশের একটি চৌকস দল নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরন করে নেয়। এরপর আনিসুজ্জামান পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন সেকশন পরিদর্শন করেন এবং অফিসে কর্মরত অফিসার ফোর্সদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
এসময় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত অফিসার ফোর্স ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এডহক কমিটি- ২০২৫ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :