1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

ঢাকায় মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ ডেস্ক: ঢাকা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করতে যাওয়া শিপিং ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মেহবুব কবীরের মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) সামনে থেকে বৃহস্পতিবার দুপুরের দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজুসহ কয়েকজন যুবক মেহবুব কবীরের প্রস্তাবক আব্দুর রহিমকে মারধর করেছে।গণমাধ্যমকর্মীদের কাছে মেহেবুব কবির দাবি করেছেন, ঢাকা জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবির কারণে বিদেশ থেকে দেশে ফিরে তিনি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে প্রস্তুতি নেন। বৃহস্পতিবার জেলা পরিষদে মনোনয়নপত্র দাখিল করতে পুরান ঢাকার জনসন রোডে জেলা প্রশাসক অফিসের নিচ তলায় তাকে বাধা দেয় একদল সন্ত্রাসী। এক পর্যায়ে তার প্রস্তাবক আব্দুর রহিম মনোনয়নের ফাইল জমা দিতে দোতলায় গেলে দোহারের নারিশা ইউপি’র ঝুনকি গ্রামের রাজুসহ কয়েকজন মনোনয়নপত্র ছিনিয়ে নেয়। এ ব্যাপারে মেহবুব কবীর গতকাল রাতে রাজধানীর কোতোয়ালি থানার অভিযোগ করতে যাচ্ছেন বলে জানান। কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, এমন কোনো খবর তার জানা নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :