1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি পরিষ্কার রাখার অনুরোধ মন্ত্রিপরিষদের

  • আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

সংবাদ ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ৩১ অক্টোবর সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা হলে এ অনুরোধ জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে আরেকটা জিনিস বিশেষভাবে আলোচনা হয়েছে, সেটা হলো ডেঙ্গু নিয়ে। ২০১৯ সালে ১ লাখ ডেঙ্গু রোগী ছিল উল্লেখ করে তিনি জানান, এবার এরই মধ্যে ৩৬ হাজার লোক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল ঢাকাতেই ২৩ হাজার আক্রান্ত। এছাড়া চট্টগ্রামে ৪ হাজার, খুলনায় ১ হাজার ৬০০ জন এবং সিলেটে সব থেকে কম ৫৩ জন আক্রান্ত হয়েছেন। অলরেডি ১৩৬ জন মারা গেছেন ডেঙ্গুতে। এছাড়া আক্রান্তদের মধ্যে ৬০ শতাংশ নারী এবং পুরুষ ৪০ শতাংশ। ‘সেজন্য এটা সবাইকে একটু রিকোয়েস্ট করা হয়েছে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে, এ বিষয়ে প্রধানমন্ত্রীও রিকোয়েস্ট করেছেন, সেটা হলো সবার যেন বাড়িঘর ক্লিন রাখা হয় এবং বিশেষ করে পানি যেন না জমতে পারে এটার জন্য।’ যোগ করেন তিনি। সিটি করপোরেশনসহ সবাইকে প্রয়োজনীয় নিদর্শনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিশেষ করে সিভিল অ্যাভিয়েশনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বিমানবন্দর এলাকাটাতে ওনারা সপ্তাহে দুই দিন করতেন, এখন বলা হয়েছে পারলে প্রতিদিনই স্প্রে করার জন্য। এছাড়া সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বয় করে প্রচারণা চালিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :