1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

জাবিতে শামসুজ্জামানের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৩১ মার্চ শুক্রবার দুপুর ৩টার দিকে সড়কে বসে পড়েন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা দুপুর ২টা থেকেই মুরাদ চত্বরে জড়ো হতে শুরু করেন। এ সময় সড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে তীব্র যানজট তৈরি হয়। পরে আধাঘন্টা পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এসময় মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এর আগে, ২৬ মার্চ রবিবার দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়। ২৯ মার্চ বুধবার পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়। বুধবার ভোরে সিআইডি পরিচয়ে সাভারের আমবাগানের বাসা থেকে তুলে নেওয়া হয় শামসকে। পরে একই দিন দিবাগত রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের হয় রমনা থানায়। এই মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। তুলে নেওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর ৩০ মার্চ বৃহস্পতিবার রমনা থানার মামলায় শামসুজ্জামানকে আদালতে নেওয়া হয়। তখন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন শামসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাংবাদিক শামসকে ৩১ মার্চ শুক্রবার কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :