বিনোদন ডেস্ক : আর কয়েক মিনিট পরে কাতার বিশ্বকাপে নিজেদের টিকে থাকার ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ নিয়ে অনেকটা চিন্তিত আছেন আর্জেন্টিনা ভক্ত বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শোবিজ অঙ্গনের তারকারাও। আবার অনেকেই আশাবাদী আজ ঘুরে দাঁড়াবে তাদের প্রিয় দল আর্জেন্টিনা। সবার প্রিয় দল ছিনিয়ে আনবে প্রত্যাশিত বিজয়। নিজেদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে সঙ্গে কথা বলেছেন শোবিজ ভুবনের বেশ কয়েকজন তারকা। আর্জেন্টিনা আপন গতিতে ফিরে আসবে এই প্রত্যাশা চিত্রনায়ক জায়েদ খানের। তিনি বলেন, ‘আজকের ম্যাচে আর্জেন্টিনা তার আপন গতিতে ফিরে আসবে এটাই প্রত্যাশা করছি।’ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী চিত্রনায়িকা পূজা চেরি। তিনি বলেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। প্রিয় মেসি তার জাদু দেখিয়ে বিজয় ছিনিয়ে আনবে আজকে।’ রাতে মেসির জাদু দেখবেন বলে শুটিং রাখেননি অভিনেত্রী মানসী প্রকৃতি। তিনি বলেন, ‘ রাতে মেসির জাদু দেখব বলে পরিচালকদের সঙ্গে শুটিং রাখিনি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। প্রিয় দল পুরোনো ছন্দে ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করি।’ প্রিয় আর্জেন্টিনা জ্বলে উঠবে আশা করছেন চিত্রনায়ক নিরব হোসেন। তিনি বলেন, প্রিয় আর্জেন্টিনা জ্বলে উঠবে আশা করি। মেসি তার সেরাটা দেখিয়ে বিজয় ছিনিয়ে আনবে। আমি সর্বাধিক বিশ্বকাপ জেতা দেখে দল সমর্থন করি না। খেলার নৈপুণ্য দেখে সমর্থন করি। যারা সুন্দর ও ছন্দময় ফুটবল খেলা পছন্দ করেন, তারা আর্জেন্টিনার খেলাও পছন্দ করবেন। আশা করি প্রিয় দল এবার কাপ জিতবে।’ এ ছাড়াও অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী শাহনাজ খুশি, নূতন, দীপা খন্দকার, চিত্রনায়ক মামনুন ইমন, অভিনেত্রী নাদিয়া, চিত্রনায়িকা পরীমনি, তানহা তাসনিয়া, তানিন সুবাহ, কণ্ঠশিল্পী কিশোর পলাশ, এম আই মিঠু ও মেকআপ আর্টিস্ট মনির হোসেন আজ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
Leave a Reply