সংবাদ রিপোর্ট : সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাট ১ জুলাই শুক্রবার বাদ আসর গেন্ডা ইমু চেয়ারম্যান বালুর মাঠে উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গনি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর আনিসুজ্জামান খান মুরাদ, পৌর আওয়ামী লীগের সহসভাপতি বাবুল মিয়া, সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সমাজকর্মী গোলাম ফয়েজ উদ্দিন খান শিহাব, পৌর যুবলীগ নেতা শেখ ছাঈদ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক মোল্লা প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটের পরিচালক মোঃ রূপোকুর রহমান। ইজারাদার তহমিনা আক্তার মিলার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ফিতা কেটে উদ্বোধনের পর প্রতিমন্ত্রী দোয়া পরিচালনা করেন। অতিথিবৃন্দ পরে মাঠ ঘুরে দেখে আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply