সংবাদ ডেস্ক: দীর্ঘ ৭ বছর পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। ১৯ নভেম্বর শনিবার দুপুর ২টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে এ সম্মেলন শুরু হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, মেহের আফরোজ চুমকিসহ সিনিয়র নেতারা সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খান। সোয়া ২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতসহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী দীপু মনিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। সম্মেলন উপলক্ষে সকাল থেকে মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থল ভাওয়াল রাজবাড়ী মাঠে আসতে শুরু করেন। রঙ বেরঙের প্লাকার্ড, টুপি নিয়ে বাদ্যের তালে নেচে গেয়ে নিজ নিজ নেতার পক্ষে শ্লোগান দিয়ে মাঠে আসেন তারা। দুপুর ১২টার আগেই পুরো মাঠ নেতাকর্মীদের ভিড়ে পূর্ণ হয়ে যায়। দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ এ সম্মেলনকে ঘিরে। কে আসছেন মহানগরের নতুন নেতৃত্বে তা নিয়ে কয়েক দিন ধরে চলছে নানা আলোচনা। সম্মেলন উপলক্ষে ব্যানার, ফেস্টুনে পুরো সাজ সাজ রব সম্মেলনের মাঠ ও আশেপাশের এলাকা। কমিটিতে সভাপতি পদে বর্তমান সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লা খান ছাড়াও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আলিম উদ্দিন বুদ্দিনের নাম শোনা যাচ্ছে। এছাড়া সাধারণ সম্পাদক পদ পেতে অন্তত ১০ জন নেতা প্রার্থী হয়েছেন। গেল বছর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দলীয় সিদ্ধান্তে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ হারান মেয়র জাহাঙ্গীর আলম। এরপর তার দুই শতাধিক অনুসারীকে দেয়া হয় কারণ দর্শানোর নোটিশ, কয়েকজনকে করা হয় বহিস্কার। বছর জুড়ে এমন নানা কর্মকাণ্ডে দেশব্যাপী আলোচনায় ছিল গাজীপুর মহানগর আওয়ামী লীগের নাম।
Leave a Reply