সংবাদ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানার ১৩ বছর বয়সী শ্রমিককে নেশাজাত দ্রব্য খাইয়ে ধর্ষণের ঘটনায় মনির হোসেন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ সেপ্টেম্বর শনিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ১৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁও থানার বারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় কারখানা শ্রমিকের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার মনির হোসেন সোনারগাঁও থানার বারগাঁও এলাকার আব্দুল মান্নানের ছেলে। কারখানা শ্রমিকের বাবা মামলার এজাহার উল্লেখ করে জানান, তার মেয়ে যাত্রামুড়া এলাকায় স্থানীয় একটি স্পিনিং মিলে করেন। গত ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে তার মেয়ে কারখানায় কাজ শেষে বাড়ি ফিরতে গাড়ির জন্য রাস্তায় অপেক্ষা করছিল। এসময় মনির হোসেন জোর করে তার মেয়েকে নেশাজাত দ্রব্য খাইয়ে অজ্ঞাত কোন এক স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তার মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply