সংবাদ রিপোর্ট: পাঁচ মামলায় জামিন নিতে গিয়ে আদালত থেকে গ্রেপ্তার হয়েছেন বিএনপি নেতা কফিল উদ্দিন। ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে তিনি গ্রেফতার হন। সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপি নেতা কফিল উদ্দিন পুরানো পাঁচটি মামলায় জামিন নিতে ঢাকা জেলা দায়রা জজ আদালতে যান। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেন। জামিনের জন্য তারা আইনজীবীরা উচ্চ আদালতে যাবেন বলে জানা গেছে। পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র তার গ্রেফতারের খবর নিশ্চিত করেছে।
Leave a Reply