সংবাদ রিপোর্ট : সাভারের তেঁতুলঝোড়া এলাকায় রোজাদারদের মধ্যে প্রতিদিন ইফতার তুলে দিচ্ছে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন। রোজার শুরু থেকে প্রতিদিন সন্ধ্যার আগে হেমায়েতপুরে তেঁতুলজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের বাসভবনের সামনে প্যাকেটজাত ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিদিন প্রায় দেড়শ জনের ইফতারি দেওয়া হয় এখান থেকে। প্রতি প্যাকেটে থাকে খিচুড়ি। কোনদিন গরুর মাংস, কোনদিন ডিম, কোনদিন মুরগির মাংস আবার কোনদিন সবজি দিয়ে এসব খিচুড়ি তৈরি করা হয়। নানা বয়সী নারী-পুরুষ লাইন ধরে সারিবদ্ধভাবে এসব ইফতার গ্রহণ করে আসছেন। ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর কর্ণধার ফখরুল আলম সমর জানান, প্রায় এক দশক ধরে প্রতি রোজায় এমন কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনাকালেও তা চলেছে। রোজাদাররা তৃপ্তি সহকারে এসব ইফতার সামগ্রী গ্রহণ করে আসছেন। সমাজ উন্নয়নে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে এই ইফতার বিতরণ কার্যক্রম চলছে বলে জানান তিনি।
Leave a Reply